সেমিকন্ডাক্টর শিল্পে ‘গুরুতর ভারসাম্যহীনতা’র ব্যাপারে সতর্ক করেছে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা স্যামসাং। চিপ সংকটের কারণে চলতি বছরের Galaxy Note 21 সিরিজ বাজারে না-ও আনতে পারে প্রতিষ্ঠানটি। সম্প্রতি শেয়ারজলদারদের এক বৈঠকে স্যামসাংয়ের সহ-প্রধান নির্বাহী এবং মোবাইল প্রধান কোহ ডং জিন বলেন, “বৈশ্বিক আইটি খাতে চিপের চাহিদা ও সরবরাহে গুরুতর ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সংকট সমস্যা যে ১০০ শতাংশ সমাধান হয়েছে তা বলা যাচ্ছে না।
চাহিদা পূরণে স্যামসাং অন্যান্য দেশের অংশীদারদের সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছেন ডং জিন। এরই মধ্যে প্রযুক্তি খাতের বিক্রি বহু গুণে বেড়েছে। মানুষের বাসায় আটকে পড়ে থাকার ব্যাপারটি এক্ষেত্রে ভূমিকা পালন করেছে। প্রভাব পড়েছে অন্যান্য খাতেও। এ সময়টিতে দেখা গেছে, নতুন গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছে না, অ্যাপল কিছু আইফোন আনার তারিখ পিছিয়ে দিয়েছে, অন্যদিকে এক্সবক্স ও প্লেস্টেশনের সর্বশেষ মডেলের স্টক আসা মাত্র ফুরিয়ে যাচ্ছে।
“সেমিকন্ডাক্টর নির্মাতারা সরবরাহের ঘাটতি সামাল দিতে কঠোর পরিশ্রম করছেন।” – বলেছেন কাউন্টারপয়েন্ট রিসার্চের অংশীদার পিটার রিচার্ডসন। “কিন্তু বিনিয়োগের সরবরাহে পরিণত হতে আরও সময় লাগবে।” – উল্লেখ করেন তিনি। রিচার্ডসন আরও বলেছেন, “এর মানে দাঁড়াচ্ছে কিছু পণ্যের ঘাটতি হয়তো আগামী কয়েক মাস থাকবে – সম্ভবত ২০২২ সালেও থাকবে।”
স্মার্টফোনের চিপ ও অন্যান্য যন্ত্রাংশের সংকট শুরু গত বছর করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে। ওই সময় বেঁচাকেনা কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান চিপ নির্মাতা চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে দেয়া অর্ডার বাতিল করে। তখন প্রতিষ্ঠানগুলো চিপের বদলে অন্য যেসব যন্ত্রাংশের চাহিদা আছে, সেগুলোর দিকে মনযোগ দিতে শুরু করে। তখন থেকেই চিপ সংকটের শুরু। এই সংকটের নেতিবাচক প্রভাব সব স্মার্টফোন নির্মাতার ওপরেই পড়বে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment