গত শুক্রবার হতে দেশজুড়ে ফেইসবুক ব্যবহারে সমস্যার মুখে পড়ছিলেন ব্যবহারকারীরা। এতে ফেইসবুক সাইট খোলা, লগ-ইন করা, স্ট্যাটাস-পোস্ট দেয়া, মেসেঞ্জার ব্যবহারে কোনো কিছু পাঠানো ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছিলো। কিন্তু বিশ্বের ওয়েবসাইট ডাউন মনিটরিং সাইট ‘ডাউন ডিটেক্টরে’ বিশ্বের কোথাও ফেইসবুক ব্যবহারে বিভ্রাট বা বিপত্তির তথ্য নেই। রবিবার নাগাদও অনেক ব্যবহারকারী এই বিপত্তির কথা জানিয়েছেন।
তবে ৪৮ ঘন্টা পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ফেসবুক। তবুও অনেক ইউজার এখনো তাদের অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেসে পাচ্ছেন না। ইউজাররা অভিযোগ করছেন তাদের মোবাইল ডেটা প্রোভাইডার ও আইএসপিদের পক্ষ থেকে রেস্ট্রিক্তেড করা হয়েছে ফেসবুক এর ব্যান্ডউইথ। তবে বিশেষজ্ঞরা বলছেন, খুব শীগ্রই সারা দেশে আগের মতো স্বাবাভিক হয়ে উঠবে ফেসবুক-ম্যাসেঞ্জার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
বাংলাদেশে ফেসবুক ব্যবহারে বিভ্রাট ইস্যুতে সম্প্রতি ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘আমরা অবগত আছি যে বাংলাদেশে আমাদের সার্ভিস ব্যবহারে বিড়ম্বনার স্বীকার হচ্ছেন ব্যবহারকারীরা। আমরা এ ব্যাপারে কাজ করছি, এবং বোঝার চেষ্টা করছি যে এ ধরণের সমস্যা কেন হচ্ছে। আমাদের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করছি খুব শীগ্রই আমরা ইউজারদের ফুল অ্যাক্সেসে ফিরিয়ে দিতে পারবো।’
এদিকে একই প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ‘সুব্রত রায়’ গণমাধ্মে;কে জানিয়েছেন, “এটি একটি কারিগরি (টেকনিক্যাল) সমস্যা। আমরা জানি না আসলে কথা থেকে কিভাবে এ সমস্যা শুরু হয়েছে। কিন্তু আমাদের পক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসে ব্লক করা হয়নি।”
যদিও অনেকেই আশঙ্কা করছেন, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র সফরকে কেন্দ্র করে দেশে সাময়িক সময়ের জন্য রেসট্রিক্টেড করা হয়েছে ফেসবুক-ম্যাসেঞ্জার সহ অন্যান্য কয়েকটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment