২০২০ সালের iPhone 12 লাইনআপ বেশ কিছু চমক উপহার দেয়ার পর পুরো প্রযুক্তি বিশ্ব যখন ২০২১ সালের iPhone 13 এর জন্য প্রস্তুত হচ্ছিলো, ঠিক তখনই আরেকটি চমকপ্রদ তথ্য সামনে চলে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, চলতি বছর iPhone 13 সিরিজ কিংবা এই মডেলের কোনো স্মার্টফোন লঞ্চ করবে না অ্যাপল। iPhone 13 এর পরিবর্তে ২০২১ সালের আইফোন লাইনআপকে iPhone 12s নামে বাজারে আনতে যাচ্ছে কোম্পানি।
এদিকে ইতিমধ্যেই আপকামিং iPhone 12s Pro এর বেশ কিছু রেন্ডারও প্রকাশ হয়েছে অনলাইনে। যেখানে দেখা যায়, পুরো স্মার্টফোনের সাথে বর্তমান iPhone 12 Pro এর সাদৃশ্য থাকলেও সামান্য কিছু পরিবর্তন এসেছে ক্যামেরা সেক্টরে। বর্তমান iPhone 12 লাইনআপের মত আলাদা ক্যামেরা মডিউল ব্যবহার না করে আসন্ন iPhone 12s Pro’তে সিঙ্গেল ব্লক ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে, যাতে iPhone 12 Pro এর মতই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
এছাড়া আসন্ন iPhone 12s সিরিজের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে আগের থেকে ছোট টাইম অফ ফ্লাইট সেন্সরের ব্যবহার, যা নচের আকার কমাতে ভূমিকা রাখবে। এতে আরও থাকতে পারে স্যামসাং এর LTPO ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট প্রদানের পাশাপাশি ব্যাটারি খরচ কমাতেও সক্ষম হবে। এসবকিছুর পাশাপাশি আপকামিং iPhone 12s সিরিজের সবথেকে বড় ফিচার হতে যাচ্ছে এর ইন-ডিসপ্লে টাচ আইডির ব্যবহার। অবশেষে কিছুটা দেরিতে হলেও আইফোনে আসছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম।
করোনা মহামারির মধ্যে বারবার মাস্ক খুলে আনলক করতে হয় বলে অনেকেই এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে ফিরিয়ে আনার জন্য অ্যাপলকে জানিয়েছিলেন। এদিকে বিভিন্ন রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন আইফোন মডেলে আরও ছোট নচ থাকবে। পাশাপাশি ফোনগুলি আরও কমপ্যাক্ট ক্যামেরা মডিউলের সাথে আসবে। আবার গতবছরের মত এবছরও আইফোনের প্রো মডেলে LiDAR সেন্সর দেওয়া হবে। অর্থাৎ সাধারণ মডেলে এই সেন্সর থাকবে না।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment