শাওমি থেকে কাগজে-কলমে আলাদা হয়ে যাওয়ার পর স্বাধীন ব্র্যান্ড হিসেবে এবার আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে শাওমির প্রাক্তন সাব-ব্র্যান্ড পোকো। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে,আগামী ২২ মার্চ নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে তারা। তবে কোন মডেলের ফোন বাজারে আনবে পোকো, তা এখনো জানানো হয়নি। যদিও টিজার পোস্টে ‘Pro’ কথাটি উল্লেখ আছে। তাই অনেকটাই নিশ্চিত যে, ২২ মার্চ POCO X3 Pro ফোনটি গ্লোবালি লঞ্চ করবে পোকো।
বলা হচ্ছে সর্বপ্রথম আগামী ২২ মার্চ গ্লোবালি অ্যানাউন্স করা হবে POCO X3 Pro স্মার্টফোনটি। এরপর ৩০ মার্চ ভারতে উন্মোচন করা হবে এই ফোনটি। এদিকে বিগত কয়েকমাস ধরেই প্রযুক্তি গণমাধ্মে শিরোনামে রয়েছে এই স্মার্টফোনটি। এছাড়া কিছুদিন আগে ভারতের BIS সার্টিফিকেশন ও ছাড়পত্র পেয়েছে এই স্মার্টফোনটি। জল্পনা চলেছে আপকামিং POCO X3 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর থাকবে।
অন্যদিকে সম্প্রতি পোকো ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার, অনুজ শর্মা একটি টুইট করে জানিয়েছেন, ‘৩০ মার্চ প্রো পারফরম্যান্সের পাগলামি উন্মোচন করার জন্য প্রস্তুত হয়ে থাকুন’। যদিও তিনি ফোনের নাম টুইটে উল্লেখ করেননি। তবে যেভাবে ‘PRO’ লেখাটিকে হাইলাইট করা হয়েছে, তাতে মনে হচ্ছে Poco X3 Pro ফোনটি ওইদিন লঞ্চ হবে। এছাড়াও শর্মা কয়েক সপ্তাহ আগেই একটি সাক্ষাৎকারে ভারতে পোকো এক্স৩ প্রো এর আগমনের কথা জানিয়েছিলেন।
এদিকে টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, POCO X3 Pro ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে ২৫০ ইউরো (প্রায় ২৫,২০০ টাকা) ও ৩০০ ইউরো (প্রায় ৩০,০০০ টাকা)। ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, যেগুলি হল- ব্ল্যাক, ব্লু ও ব্রোঞ্জ।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment