গত ২২ মার্চ গ্লোবালি লঞ্চ হওয়ার পর ঘোষণা অনুযায়ী আজ ভারতে লঞ্চ হয়ে গেলো শাওমির প্রাক্তন সাব-ব্র্যান্ড পোকোর নতুন স্মার্টফোন Poco X3 Pro। স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসরের সাথে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, UFS 3.1 স্টোরেজ (UFS 2.1 স্টোরেজের থেকে ১৯৮ গুন দ্রুতগতির), ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা নিয়ে বাজারে এসেছে নতুন এই ডিভাইজটি। মূলত ২০১৮ সালে সাড়াজাগানো Poco F1 এর সাক্সেসর হিসেবে Poco X3 Pro স্মার্টফোনটি বাজারে এনেছে পোকো।
ভারতের বাজারে Poco X3 Pro এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ রুপি (প্রায় ২৪,৪০০ টাকা)থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি পাওয়া যাবে। অন্যদিকে এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে দাম রাখা হয়েছে ২০,৯৯৯ রুপি (প্রায় ২৭,০০০ টাকা)। ফোনটি গোল্ডেন ব্রোঞ্জ, গ্রাফাইট ব্ল্যাক ও স্টিল ব্লু কালারে পাওয়া যাবে। Poco X3 Pro ডিভাইজটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসবে এ বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একনজরে – Redmi Note 10
ডিসপ্লে-
- ৬.৬৭ ইঞ্চি দুল এইচডি প্লাস
- আইপিএস এলসিডি ডিসপ্লে
- ২৪০০ x ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশন
- ১২০ হার্জ রিফ্রেশ রেট
- ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট
- কর্নিং করিল গ্লাস৬
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- স্ন্যাপড্রাগন ৮৬০
- অ্যাড্রেনো ৬৫৫
- অ্যান্ড্রয়েড ১১, এমআইইউআই ১২
মেমোরি-
- ৬ / ৮ জিবি (র্যাম)
- ১২৮ জিবি (স্টোরেজ)
- মাইক্রোএসডি কার্ড স্লট
ক্যামেরা-
- ৪৮ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল (রিয়ার)
- ২০ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৫,১৬০ মিলি অ্যাম্পিয়ার
- ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- ফেস আনলক
- সাইড-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment