গত ২৪ মার্চ ভারত সহ গ্লোবালি লঞ্চ হয়েছিল Realme 8 সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার দেশের বাজারেও বহুল প্রতীক্ষিত এই ফোন লঞ্চের পরিকল্পনা করছে রিয়ালমি। সম্প্রতি রিয়ালমি বাংলাদেশের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে, আগামী ৩ এপ্রিল বাংলাদেশে প্রথমবারের মতো ফটো এক্সিবিশন অনলাইন ইভেন্টে উন্মোচন করা হবে Realme 8 Pro ও Realme C21। ৩ এপ্রিল বেলা ১২ টায় রিয়ালমি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে সম্প্রচার করা হবে এই ভার্চুয়াল ইভেন্টটি।
দেশের বাজারে পা রাখতে যাওয়া আসন্ন Realme 8 Pro এর সবচেয়ে হাইলাইটেড ফিচার হতে যাচ্ছে ফোনটির ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া হাই রিফ্রেশ রেট সমর্থিত অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ও ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আরও বেশকিছু চমকপ্রদ ফিচার নিয়ে আসছে Realme 8 Pro। ফোনটিতে আরও থাকছে স্ন্যাপড্রাগন ৭২০জি/৭৩২জি প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ ওএস, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট।
অন্যদিকে বরাবরের মতোই এবারো Realme 8 Pro ও Realme C21 এর লঞ্চ ইভেন্ট চলাকালীন সময় ফ্যানসদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার আয়োজন করেছে রিয়ালমি। পাশাপাশি ইভেন্ট চলাকালীন সময় থাকছে কুইজ খেলে বিজয়ী হওয়ার সুযোগ। কুইজে অংশগ্রহণ করে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরদাতা থেকে ভাগ্যবান ১জন পাবেন ১টি করে realme Power Bank। এই সকল প্রতিযোগিতা চলবে ৫ এপ্রিল রাট ১২টা পর্যন্ত!
পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলীঃ লঞ্চিং পোস্টটির কমেন্ট বক্সে Facebook Friend দের mention করতে হবে। যে দুইজন সবচেয়ে বেশি Facebook Friend দের mention করবেন, তারা প্রত্যেকে পেয়ে যাবেন ১টি করে রিয়ালমি স্মার্টফোন! লঞ্চিং পোস্টটি যিনি সবচেয়ে বেশি অন্যান্য গ্রুপে share করবেন; তিনি পাবেন ১টি রিয়ালমি স্মার্টফোন। (শেয়ার করার পর সবগুলো স্ক্রিনশট, লঞ্চিং পোস্ট-এর কমেন্ট বক্সে দেওয়া আবশ্যক।)
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment