২০২০ সালের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলতি বছরেও একের পর এক নতুন স্মার্টফোন রিলিজ করেই চলেছে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড রিয়ালমি। কিছুদিন আগেই তারা নিয়ে আসে ফ্ল্যাগশিপ Realme GT এবং এন্ট্রি লেভেল স্মার্টফোন Realme C21। একই সাথে সম্প্রতি গত বছরের Realme 7 সিরিজের এর সাক্সেসর Realme 8 বাজারে আনার ঘোষণা দিয়েছে কোম্পানি। সম্প্রতি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে Realme 8 সিরিজের লঞ্চ ডেট। আগামী ২৪ মার্চ ভারতে উন্মোচন করা হবে Realme 8 সিরিজ।
এদিকে বরাবরের মতোই লঞ্চের আগে ইতোমধ্যে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার অনলাইনে প্রকাশ করেছে রিয়ালমি। এছাড়া গত সপ্তাহে ক্যামেরা ইনোভেশন ইভেন্টে (Camera Innovation Event) নামের একটি অনুষ্ঠানে রিয়ালমি জানিয়েছে, Realme 8 Pro ফোনটিতে ব্যবহার করা হবে স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল Samsung HM2) ক্যামেরা সেন্সরটি। এদিকে নির্ভরযোগ্য টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি টুইটারে জানিয়েছেন, RMX3081 মডেল নম্বরের সাথে Realme 8 Pro ইতিমধ্যেই ভারতে বিআইএস এবং যুক্তরাষ্ট্রে এফসিসি সার্টিফিকেট পেয়েছে। বলা হচ্ছে, এবার Realme 8 Pro ডিভাইজটি ফোরজি এবং ফাইভজি ভার্সন এর দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। টুইটারে যেই স্মার্টফোনের তথ্য ফাঁস হয়েছে সেটি হলো Realme 8 Pro ফোরজি।
লিক হওয়া তথ্য অনুযায়ী, Realme 8 Pro ‘তে থাকবে স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তবে রিয়ালমির আপকামিং এই মিড-রেঞ্জ স্মার্টফোনটির অন্যতম সেলিং পয়েন্ট হতে যাচ্ছে এর ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়ালমি সিইও মাধব শেঠ ইতিমধ্যে নিশ্চিত করেছেন, Realme 8-এ থাকবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, Realme 8 Pro’তে ব্যবহার করা হবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।
FCC সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, RMX3081 মডেল নম্বর ফোনে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার টিপিক্যাল ক্যাপাসিটি ধরা হবে ৪,৫০০ এমএএইচ। সার্টিফিকেশন সাইট থেকে আরও জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। স্বাভাবিক ভাবেই এর কাস্টম স্কিন হবে রিয়েলমিইউআই। আবার ফোনটির আকৃতি হবে ১৬২ x ৭৪.৯ x ৬.৮৫ মিমি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment