স্মার্টফোন বেঞ্চমার্ক টেস্টিংয়ের জন্য সারা বিশ্বেই সুনাম রয়েছে রয়েছে আনটুটু প্লাটফর্ম এর। বিশ্বজুড়ে একটি স্মার্টফোনের চিপসেট কতটা পাওয়ারফুল তা পরিমাপ করতে অনেকেই এখন আনটুটু এর আশ্রয় নেন। যদিও বর্তমানে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের প্রোডাক্ট মার্কেটিং এর অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে ডিভাইজের আনটুটু স্কোর। তাই একটু অতিরিক্ত লাভের আশায় বেঞ্চমার্ক স্কোরিং এর সময় মাঝেমাঝে প্রতারণার আশ্রয়ও নেয় কিছু কিছু চীনা মোবাইল কোম্পানি।
যদিও বেশিরভাগ স্মার্টফোনের ক্ষেত্রেই তারা হাতেনাতে ধরা পরে যায়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়ালমির লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT এর সাথে। আনটুটু কর্তৃপক্ষ জানিয়েছে, Realme GT ডিভাইজটি তাদের বেঞ্চমার্কে AnTuTu v8 ভার্সনে প্রায় ৭,৫০,০০০ পয়েন্ট স্কোর করেছে। অন্যদিকে সম্প্রতি রিয়ালমি ভাইস প্রেসিডেন্ট Realme GT এর একটি টিজারে ফোনটির আনটুটু স্কোর প্রকাশ করেন, যেখানে Realme GT আনটুটু স্কোর ৭,৭০,০০০ পয়েন্ট দাবি করেন তিনি।
উল্লেখিত পয়েন্ট স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট চালিত স্মার্টফোনের মধ্যে যথেষ্ট ভালো একটি বেঞ্চমার্ক স্কোর। কিন্তু বেঞ্চমার্কিং এর সময় আনটুটু কর্তৃপক্ষের নজরে কিছু অস্বাভাবিকতা সামনে আসে যার মাধ্যমে তাদের ধারণা হয় সঠিক এবং নিশ্চিত হয় যে বৈধ পদ্ধতিতে এই ফোনটির বেঞ্চমার্ক টেস্ট করা হয়নি। তাই শাস্তিস্বরূপ আনটুটু প্লাটফর্ম থেকে তিন মাসের জন্য Realme GT স্কোর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আনটুটু কর্তৃপক্ষ।
একই সাথে তারা জানিয়েছে, যদি আগামী তিন মাসের মধ্যে এই ঘটনার ব্যাখ্যা রিয়ালমি না দিতে পারে তবে আনটুটু থেকে চিরতরে ব্যান করা হবে Realme GT স্মার্টফোনটিকে। এদিকে এর জবাবে রিয়ালমি থেকে জানানো হয়েছে, বেঞ্চমার্ক সংশ্লিষ্ট ঘটনাটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। একই সাথে বেঞ্চমার্কিংয়ে কোনো ধরনের অবৈধ পথও অনুসরণ করেনি বলে দাবি করেছে তারা। ইতিমধ্যে আনটুটু দলের সাথে সমস্যাটি সমাধানের লক্ষ্যে কাজ করা শুরু করেছে রিয়ালমি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment