ঘোষণা অনুযায়ী, বুধবার বাংলাদেশে নতুন বাজেট স্মার্টফোন Redmi 9 Power লঞ্চ করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। Redmi 9 Power এর বিশেষ ফিচারের মধ্যে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উল্লেখ্য, Redmi 9 Power ফোনটি মূলত কিছুদিন আগে চীনে লঞ্চ হওয়া Redmi Note 9 4G এর রিব্রান্ডেড ভার্সন। ফোন দুটিতে সামান্য কিছু ডিজাইন ছাড়া স্পেসিফিকেশনের মধ্যে কোনো পার্থক্য নেই।
Redmi 9 Power প্রাইজিং;
বাংলাদেশের বাজারে Redmi 9 Power এর দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে, এই দাম নির্ধারণ করা হয়েছে ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের এর জন্য। বেজে ভ্যারিয়েন্টের পাশাপাশি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের সাথেও লঞ্চ হয়েছে Redmi 9 Power, যার মূল নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা। ফোনটি ব্লেজিং ব্লু, ইলেকট্রিক গ্রীন, ফিয়ারী রেড ও মইটি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। Redmi 9 Power এর বিক্রি কবে থেকে শুরু হবে এ বিষয়ে কিছুই নিশ্চিত করেনি কোম্পানি।
একনজরে – Redmi 9 Power
ডিসপ্লে-
- ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস, অ্যামোলেড ডিসপ্লে
- ১০৮০ x ২৩৪০ পিক্সেল রেজ্যুলেশন
- ৩২৪ পিপিআই
- কর্নিং করিল গ্লাস ৩
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- স্ন্যাপড্রাগন ৬৬২
- অ্যান্ড্রয়েড ১১, এমআইইউআই ১২
মেমোরি-
- ৪ / ৬ জিবি (র্যাম)
- ৬৪ / ১২৮ জিবি (স্টোরেজ)
- মাইক্রোএসডি কার্ডের স্লট
ক্যামেরা-
- ৪৮ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল (রিয়ার)
- ৮ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- ফেস আনলক
- সাইড-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment