গতকাল চীনে শাওমি উন্মোচন করেছে ফ্ল্যাগশিপ Mi 11 Ultra সহ Mi 11 সিরিজের তাদের নতুন তিনটি স্মার্টফোন। দুর্দান্ত ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন, হাই-এন্ড প্লাটফর্মেন্স এবং অসাধারণ ক্যামেরা নিয়ে বাজারে আসা নতুন Mi 11 Ultra ফোনটি নজর কেড়েছে সবার। বিশেষ করে এই ডিভাইজটির ক্যামেরা মুগ্ধ করেছে সকলকে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বের সেরা ক্যামেরা স্মার্টফোনের তকমা অর্জন করে নিয়েছে এই ডিভাইজটি।
সম্প্রতি অন্যান্য প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলোকে পেছনে ফেলে DxOMark এর স্মার্টফোন ক্যামেরা র্যাঙ্কিংয়ে ১৪৩ পয়েন্ট নিয়ে (পূর্বের সকল রেকর্ড ভেঙে) তালিকার শীর্ষ স্থান এখন শাওমির Mi 11 Ultra’র দখলে। এর আগে ৪ পয়েন্ট পিছিয়ে ১৩৯ স্কোর নিয়ে বিশ্বের সেরা ক্যামেরা স্মার্টফোনের প্রথম স্থানে ছিল Huawei Mate 40 Pro+। DxOMark এর নিরীক্ষা অনুসারে, ফটোগ্রাফি’তে Mi 11 Ultra স্কোর করেছে ১৪৮, জুম ক্যাপাবলিটিতে স্কোর করেছে ১০০, এবং ভিডিওগ্রাফি’তে স্কোর পেয়েছে ১১৭।
Mi 11 Ultra’র ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে যথাক্রমে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৭,৪০০ টাকা), ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৮৩,৯০০ টাকা), ও ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৯০,৩০০ টাকা)। আর্ন্তজাতিক বাজারে ফোনটির লভ্যতার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
একনজরে – Redmi Note 10
ডিসপ্লে-
- ৬.৯ ইঞ্চি ফুল, সুপার অ্যামোলেড ডিসপ্লে
- ৩২০০ x ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশন
- ১২০ হার্জ রিফ্রেশ রেট
- এইচডিআর প্লাস
- কর্নিং করিল গ্লাস ভিক্টাস
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- স্ন্যাপড্রাগন ৮৮৮
- অ্যাড্রেনো ৬৬০
- অ্যান্ড্রয়েড ১১, এমআইইউআই ১২
মেমোরি-
- ৮ / ১২ জিবি (র্যাম)
- ১২৮ / ২৫৬ জিবি (স্টোরেজ)
- মাইক্রোএসডি কার্ড স্লট
ক্যামেরা-
- ৫০ + ৪৮ + ৪৮ মেগাপিক্সেল (রিয়ার)
- ২০ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং
সিকিউরিটি-
- ফেস আনলক
- ইন-ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব 🙂
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment