স্মার্টফোনের পাশাপাশি বিশ্ব বাজারে শাওমির অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে তাদের স্মার্টব্যান্ড লাইনআপ। ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত শাওমি ৫টি মডেলের স্মার্টব্যান্ড অ্যানাউন্স করেছে, আর তার প্রতিটিই কমবেশি বহুল জনপ্রিয়তা পেয়েছে তরুণদের মাঝে। শাওমি ইতিমধ্যে নিশ্চিত করেছে এখন পর্যন্ত তারা প্রায় ১২০ মিলিয়ন ইউনিট স্মার্টব্যান্ড বিক্রি করেছে। এরই ধারাবাহিকতায় এবার এই লাইনআপের ৬ষ্ঠ সদস্যকে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি।
শাওমি সাধারণত দুই প্রজন্ম পরপর তাদের স্মার্টব্যান্ডের ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনে। যেমন ধরুন, Mi Band 2’তে মনোক্রম ডিসপ্লের ব্যবহার Mi Band 3 এও তারা ধরে রেখেছিলো। অন্যদিকে পরবর্তীতে Mi Band 4 এর রঙিন এলইডি ডিসপ্লে Mi Band 5-এ ব্যবহার করা হয়। সুতরাং এবার আসন্ন Mi Band 6 এর ডিজাইনে যে পরিবর্তন আসতে চলেছে তা শাওমি নিজেই নিশ্চিত করেছে। এমআই ব্যান্ড ৬ এর একটি টিজারে শাওমি “ডিসপ্লের বাধা পার হওয়ার” ইঙ্গিত দিয়েছে।
একই সাথে আপকামিং এই স্মার্টব্যান্ডের একটি ছবিও পোস্ট করেছে শাওমি। যা নিশ্চিত করে আগের মতো ছোট আয়তাকার ডিসপ্লে বাদ দিয়ে শাওমি এবার সম্পুর্ন ফ্রন্ট প্যানেলকে ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। যার ফলে ব্যান্ডের আকার না বাড়িয়ে ডিসপ্লের আকার যথেষ্ট পরিমাণ বাড়ানো সম্ভব হবে। তবে এই ডিসপ্লে কার্ভড হবে নাকি ফ্ল্যাট হবে তা নিশ্চিত ভাবে জানায়নি কর্তৃপক্ষ।
এছাড়াও নতুন ফিচার হিসেবে আপকামিং এই ডিভাইজটিতে প্রথমবারের থাকতে পারে ব্লাড-অক্সিজেন (SpO2) সেন্সর। যার মাধ্যমে রক্তের অক্সিজেন মাত্রা নির্ণয় করা সম্ভব হবে। এর পাশাপাশি বেশ কয়েকটি নতুন স্পোর্টস মোড তো থাকছেই। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯শে মার্চ শাওমির লঞ্চ ইভেন্টে Mi 11 Ultra, Mi Mix Fold এর সাথেই অ্যানাউন্স হবে Xiaomi Mi Band 6। তবে এর দাম আগের মতই থাকবে না বেশি হবে তা নিশ্চিত হওয়া যায়নি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment