ঘোষণা অনুযায়ী অবশেষেচীনা স্প্রিং ইভেন্টে লঞ্চ হয়ে গেলো বহুল প্রতীক্ষিত শাওমির নতুন স্মার্টব্যান্ড Mi Band 6। গতবছরের Mi Band 5-এর সাকসেসর লেটেস্ট এই উইয়ারেবল (পরিধানযোগ্য) ডিভাইসটিতে নতুনত্ব হিসেবে থাকছে আপগ্রেডেড ডিজাইন, বড় ডিসপ্লে এবং বেশ কিছু নতুন ফিচার; এছাড়াও এতে এবার যোগ করা হয়েছে বিভিন্ন ধরণের ওয়ার্কআউট মোডও।
এবারের Mi Band 6-এ জেনারেশনের তুলনায় ডিসপ্লের আকার ৫০ শতাংশ বাড়িয়েছে শাওমি; নতুন স্মার্টব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে ১.৫৬ ইঞ্চি সাইজের AMOLED ডিসপ্লে। এই ২.৫ডি কার্ভড ডিসপ্লেযুক্ত ব্যান্ডটিতে ৩২৬ পিপিআই স্ক্রিন ডেনসিটি, ১৫২×৪৮৬ পিক্সেল রেজোলিউশন এবং ৪৫০ নিট ব্রাইটনেসের সুবিধা থাকবে। ডিভাইজটিতে আরও থাকছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট এবং ১২৫ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। কোম্পানির দাবি, নরমাল মোড Mi Band 6 ব্যান্ডটি ১৪ দিন এবং পাওয়ার-সেভিং মোডে ১৯ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করতে সক্ষম হবে।
এছাড়াও Mi Band 6-এ ১৩০টিরও বেশি ওয়াচ ফেস থাকবে (৬০টিরও বেশি গ্লোবাল ওয়াচ ফেস), যার মদ্ধ থেকে ইউজাররা সহজেই ডিভাইজটির স্ক্রিন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সেখানে নিজেদের ছবি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আগের Mi Band-গুলির মত এটিতেও অ্যানিমেটেড ওয়াচ ফেস দেখা যাবে। তাছাড়া রক্তে অক্সিজেন লেভেল পরিমাপ করার জন্য এবার Mi Band 6-এ দেওয়া হয়েছে SpO2 সেন্সর।
এসবের পাশাপাশি হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং এর জন্য ৩ অক্ষ বিশিষ্ট অ্যাক্সিলোমিটার এবং জাইরোস্কোপ সেন্সরও ব্যবহার করা হয়েছে এই স্মার্টব্যান্ডটিতে। অন্যদিকে স্মার্টব্যান্ডটি ৫০ এটিএম ওয়াটার রেসিস্টেন্স সাপোর্ট। কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.০ প্রযুক্তিও। Mi Band 6 ডিভাইজটি পছন্দ মতো স্ট্র্যাপ পরিবর্তন করে কাস্টমাইজ করতে পারবেন ইউজাররা। এটি কালো, সাদা, হলুদ, নীল, কমলা এবং বাদামী সহ ছয়টি রঙে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।
চীনের বাজারে Mi Band 6-এর দাম নির্ধারণ করা হয়েছে ২২৯ ইউয়ান (প্রায় ২,৯৫০০ টাকা)। অন্যদিকে এটির NFC ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৭৯ ইউয়ান(প্রায় ৩,৪০০ টাকা)। তবে এটির আন্তর্জাতিক নন-এনএফসি সংস্করণটির দাম রাখা হয়েছে ২৯৯ ইউরো (আনুমানিক ৩,৮০০ টাকা)।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment