ব্যক্তিগত পরিবহন ব্যবস্থার সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে সম্ভবত এই দশকেই। জীবাশ্ম জ্বালানিকে বাদ দিয়ে মানুষ এখন ফুল ইলেকট্রিক এবং হাইব্রিড (ফুয়েল এবং বিদ্যুৎ দুটো মাধ্যমেই সচল) গাড়ির দিকে ঝুঁকছে। পরিবেশ দুষন রোধের পাশাপাশি সামগ্রিক খরচ অপেক্ষাকৃত কম হওয়ায় এর জনপ্রিয়তাও দিনকে দিন বেড়েই চলেছে। গত দশকে এলন মাস্কের কোম্পানি টেসলা এর হাত ধরে অনেকটা বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক গাড়ি প্রচলনের শুরু হলেও এই ধারাবাহিকতায় আরও অনেক গাড়ি নির্মাতা কোম্পানি এই তালিকায় নাম লিখিয়েছে।
টেক জায়ান্ট অ্যাপল ও হুয়াওয়ের পর এবার ইলেকট্রিক গাড়ি ব্যবসায় নামতে যাচ্ছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। সম্প্রতি জল্পনার অবসান ঘটিয়ে কোম্পানির তরফ থেকেই আনুষ্ঠানিকভাবে স্মার্ট ইলেকট্রিক ভেহিকেল তৈরী ঘোষণা আসে। শাওমি জানিয়েছে, সম্পূর্ণ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি ব্র্যান্ডের মাধ্যমে তারা বৈদ্যুতিক গাড়ির ব্যবসা পরিচালনা করবে। শাওমি কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, মানসম্মত স্মার্ট ইলেকট্রিক গাড়ি তৈরি প্রকল্পে তারা ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
আগামী দশ বছরে মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে, শাওমি প্রাথমিক ভাবে বৈদ্যুতিক গাড়ি ব্যাবসার জন্য গঠিত সহযোগী প্রতিষ্ঠানে ১০ বিলিয়ন ইউয়ান (১.৫ বিলিয়ন ডলার) ইনভেসমেন্ট দেওয়ার কথা জানিয়েছে। এক বিবৃতির মাধ্যমে শাওমি জানিয়েছে, এই প্রকল্পের সব অংশীদারদের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি শাওমির সবচেয়ে বড় প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে। তাছাড়া শেয়ারহোল্ডার ও সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বল হয়েছে, কোম্পানির বর্তমান সিইও লেই জুন ইলেকট্রিক ভেহিকেল ডিভিশনের সিইও হিসেবে নিযুক্ত হবেন।
নিজস্ব ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য শাওমি চীনের অটোমোবাইল মেকার গ্রেট ওয়াল মোটোর কোম্পানি লিমিটেড (Great Wall Motor Company Limted) এর সাথে হাত মেলানোর কথা ভাবছে বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু গত জানুয়ারিতে ইলেকট্রিক গাড়ির ব্যবসা শুরুর ঘোষণা দিয়েছিল। নতুনকরে এ ধরনের গাড়ির প্রকল্প শুরু করা প্রতিষ্ঠানগুলোর প্রায় সবাই এ কাজে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোকে অংশীদার হিসেবে রেখেছে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment