কিছুদিন আগে নতুন দুটি গেমিং স্মার্টফোন Black Shark 4 এবং 4 Pro লঞ্চ করেছে শাওমি ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ব্ল্যাক শার্ক। এবার রেডমির সিইও লু ওয়েইবিং নিজেই নিশ্চিত করলেন, শীগ্রই বাজারে আসছে শাওমি নিজস্ব রেডমি ব্র্যান্ডেড গেমিং স্মার্টফোন। খুব সম্ভবত রেডমির আপকামিং এই গেমিং স্মার্টফোনটির ঘোষণ আসতে পারে চলতি মাসেই। চীনে সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো’তে একথা নিশ্চিত করেন লু ওয়েইবিং। একই সাথে আসন্ন রেডমি গেমিং স্মার্টফোনের গুরুত্বপূর্ণ কিছু ফিচার ও তিনি প্রকাশ করেন।
অন্যদিকে টিপস্টার ডিজিটাল স্টেশন এর তথ্য অনুযায়ী, রেডমির আসন্ন রেমিং স্মার্টফোনটিতে Mi 11 বা Redmi K40-র মত সমতল OLED স্ক্রিন থাকতে পারে, যার ডিসপ্লেতে ফ্রন্ট ক্যামেরার জন্য থাকবে পাঞ্চহোল কত-আউট। এছাড়া ফোনটিতে Samsung-এর E4 প্যানেল এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। থাকতে পারে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিও, যার সাহায্যে ফোনটি ৩০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
বলা হচ্ছে রেডমির আপকামিং এই গেমিং স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হিসেবে এতে উন্নত গেমিং এক্সপিরিয়েন্সের জন্য ফিজিক্যাল সোল্ডার বাটন থাকতে পারে, যা আগে Black Shark 4 সিরিজে দেখা গিয়েছে। এই বাটনের সাহায্যে সহজেই গেমিংয়ের সময় ফোর-ফিঙ্গার অপারেশনগুলি নিয়ন্ত্রন করা যাবে, টপ লেভেল অপারেশনগুলি দেখা যাবে এবং এটি ডিভাইসে বিশেষ পপ-আপ তৈরি করবে যা প্রয়োজনে ডিভাইসের বডির বাকি অংশগুলির সাথে মিশে যাবে।
এসবকিছু ছাপিয়ে রেডমি গেমিং স্মার্টফোনের মূল আকর্ষণ হতে যাচ্ছে এর প্রাইসিং। দামের কথা বললে, আসন্ন এর গেমিং স্মার্টফোনটির দাম প্রায় ২,০০০ চাইনিজ ইউয়ান (প্রায় ২৫,০০০ বাংলাদেশী টাকা) হতে পারে, যা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গেমিং স্মার্টফোন হিসেবে বাজারে আসবে বলে টিপস্টারের দাবি। তবে, এই ডিভাইসটি কবে নাগাদ উন্মোচন করা হবে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment