বর্তমান বিশ্বে অন্যতম জনপ্রিয় বাটাল গেমগুলোর মধ্যে একটি হচ্ছে ‘কল অব ডিউটি-মোবাইল’। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের টানটান উত্তেজনার অভিজ্ঞতাকে মোবাইল গেমারদের কাছে পৌঁছে দেওয়ার ভাবনা থেকেই গত বছর ‘কল অব ডিউটি’ এর মোবাইল সংস্করণ বাজারে আনে গেমটি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন। বিগত কয়েক বছরের মতো এবছরও গেমারদের উৎসাহিত করতে নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে কোম্পানি।
আগামী ৩রা জুন থেকে ‘কল অফ ডিউটি মোবাইল ২০২১ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ নামের একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে অ্যাক্টিভিশন। এবার প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকছে মোট ২ মিলিয়ন ডলারের (প্রায় সাড়ে ১৬ কোটি টাকা) প্রাইজ পুল। যা প্রতিটি লেভেলের বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই আয়োজনে অ্যাক্টিভিশন এর সাথে অফিসিয়াল পার্টনার হিসেবে থাকছে জাপানিজ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। টুর্নামেন্টের অফিসিয়াল ডিভাইস হিসাবে থাকছে সনির লেটেস্ট Xperia 1 III স্মার্টফোনটি।
টুর্নামেন্টে অংশগ্রহণের নিয়মাবলী;
- প্রতিযোগীকে অবশ্যই ১৮ বছর বয়সী হতে হবে।
- টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্লেয়ারকে ১০টি লেভেল অতিক্রম করতে হবে।
- ১০টি লেভেল পেরোতে পারলে, পরের ধাপে গেমাররা ‘মাল্টিপ্লেয়ার’ ফরম্যাটযুক্ত ম্যাচের অ্যাক্সেস পাওয়া যাবে।
- মাল্টিপ্লেয়ার’ মোডে অ্যাক্সেস পাওয়ার পর অসংখ্য ইন-গেম ইভেন্টগুলিতে প্রবেশাধিকার অর্জন করা যাবে।
- এখান থেকেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিজিওনাল বা অঞ্চল ভিত্তিক গেমিং রাউন্ড গুলির জন্য বাছাইপর্ব শুরু হয়ে যাবে।
- বাছাইপর্বের পর ‘single-play’ মোড নামের প্রথম ইভেন্টটির মুখোমুখি হতে হবে প্লেয়ারদের।
- এখানে চারটি সপ্তাহান্তে সংঘটিত হওয়া ১০টি ম্যাচ থেকে মোট ৬০ পয়েন্ট সংগ্রহ করতে হবে।
- দ্বিতীয় ইভেন্টে থাকছে ‘ team play’ মোড। অর্থাৎ, প্রতিটি গেমারকে এখানে দল তৈরী করে খেলতে হবে।
- এখন থেকেই এলিমিনেশন-স্টাইলের মাধ্যমে বাছাইপর্বের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
- বাছাইপর্বের শেষে, শীর্ষস্থানে থাকা দলগুলো রিজিওনাল বা আঞ্চলিক প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে।
- আর এই রিজিওনাল প্লে-অফে যে দলগুলো বিজয়ী হবে, তারা ‘কল অফ ডিউটি মোবাইল ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের’ ফাইনাল লেভেলে পৌঁছে যাবে।
টুর্নামেন্ট সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment