বিভিন্ন প্রাইজ রেঞ্জে সেরা স্মার্টফোন বাজারে এনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাল ব্র্যান্ডের খেতাব অর্জন করেছে চীনা টেক জায়ান্ট অপ্পো এর হাত ধরে যাত্রা শুরু করা রিয়ালমি। বর্তমানে স্মার্টফোনের পাশাপাশি ইয়ারবাড, স্মার্টওয়াচ ও পাওয়ার ব্যাংক সহ বিভিন্ন আইওটি প্রোডাক্ট এ সমৃদ্ধ তাদের পোর্টফোলিও। এদিকে গত বছরই ১০০টি আইওটি পণ্য বাজারে আনার ঘোষণা দেয় রিয়ালমি।
এরই ধারবাহিকতায় এবার নিজেদের প্রোডাক্ট লাইনআপকে আরও বিস্তৃত করতে নিজস্ব ল্যাপটপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে রিয়ালমি। মূলত সম্প্রতি রিয়ালমি পাকিস্তান এর টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টার শেয়ার করা হয়েছে যেখানে, MeowBook নামের একটি ল্যাপটপ নিয়ে টিজ করেছে কোম্পানি। পোস্টারে ডিভাইজটির এক ঝলক প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে এটি গ্রাহকদের নতুন পছন্দ হতে চলেছে।
উক্ত পোস্টারে ল্যাপটপটিতে স্নিগ্ধ ডিজাইন, একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি পোর্ট (সম্ভবত ইউএসবি পোর্ট) দেখা যাচ্ছে। এছাড়াও ছবিতে ডিভাইসটির কীবোর্ড এবং ট্র্যাকপ্যাডও প্রদর্শিত হয়েছে, তবে দুঃখের বিষয় এটাই যে ছবিটিতে এটির স্ক্রিন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। যদিও, ব্রাশ ফিনিস এবং ব্ল্যাক কালারযুক্ত ল্যাপটপটির পেছনে RealMeow ব্র্যান্ডিং স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে, যা গত ডিসেম্বরে ব্র্যান্ডের অফিসিয়াল ম্যাসকট হিসেবে ঘোষণা দিয়েছে কোম্পানি।
তবে যেহেতু এখনো পর্যন্ত, মূল সংস্থার তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাই সত্যি এই ল্যাপটপটি বাজারে আসবে কিনা বা আসলেও কবে আসবে তা এখনই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে অনেকেই এই নতুন পোস্টারটিকে সাধারণ রসিকতা বলে মনে করছেন বটে, তবে এটিকে নিছক মজা নয় বলেও আশা করছেন একাংশ নেটিজেন।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment