কিছুদিন আগেই ডেটা ব্রিচ এর অভিযোগ এসেছিলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্ম ফেসবুক এর বিরুদ্ধে। বলা হচ্ছিলো, বাংলাদেশ সহ বিশ্বের ১০৬টি দেশের প্রায় ৫৩ কোটি ফেসবুক ইউজারের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে নিম্ন স্তরের হ্যাকিং ফোরামগুলোতে। এবার জানা গেলো, সদ্য হ্যাকড হওয়া এসব ডেটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এর অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য।
সম্প্রতি সাইবার সিকিউরিটি ফার্ম হাডসন রক (Hudson Rock)-এর মুখ্য প্রযুক্তি আধিকারিক অ্যালন গাল জানান যে ফেসবুকের সুরক্ষা ব্যবস্থায় কোনো ফাঁক থাকার ফলে হ্যাকার ফোরামে ৫০০ মিলিয়নেরও বেশি ইউজারের তথ্য বিনামূল্যে উপলব্ধ হয়েছে। যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জন। শুধু যুক্তরাষ্ট্রেই তিন কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কাছে গেছে।
অন্যদিকে ভারতে ৬ মিলিয়নেরও বেশি ইউজারের তথ্য ফাঁস হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আফগানিস্তান, প্যালেস্তাইনের মত বড় বড় দেশেরও নাম রয়েছে। যদিও কীভাবে এই সমস্ত ডেটা সামনে এল সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই খোলসা করে বলেনি ফেসবুক। বিজনেস ইনসাইডারের মতে, ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্যের মধ্যে ইউজারের পুরো নাম, ফেসবুক আইডি, জন্ম তারিখ, লোকেশন, বায়ো, রিলেশনশিপ স্ট্যাটাস, জেন্ডার, পেশা, ফোন নম্বর এমনকি ইমেল আইডির মত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসঙ্গত, যদিও ফেসবুক এর বিরুদ্ধে এ ধরণের ডেটা কেলেঙ্কারির এবারই প্রথম এমন নয়! এর আগে ২০১৯ সালেও এটির ব্যক্তিগত ডেটাবেস লিক হয়েছিল যা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম (Telegram)-এ ২০ ডলারের বিনিময়ে বিক্রি হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment