আগামী ২৯ এপ্রিল থেকে বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম প্লেয়ারআননোন’স ব্যাটেলগ্রাউন্ডসের লাইট সংস্করণ বা ‘পাবজি লাইট’। এ বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গেইমটির ডেভেলপার প্রতিষ্ঠান ক্র্যাফটন। জানা গিয়েছে, গেইম সেবা বন্ধ হয়ে গেলেও ডেভেলপারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাবজি লাইটের ফেইসবুক পেইজ সচল থাকবে।
এদিকে পাবজি লাইট বন্ধের ব্যাপারে বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি লিখেছে, “কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে পাবজি লাইট প্রেমীদের কাছ থেকে আমরা যে অগণিত আবেগ ও সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। তবে অনেক বিবেচনার পর অবশেষে আমাদের গেমটি বন্ধ করে দেয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমাদের সফর শেষ হওয়ার সময় চলে এসেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি পাবজি লাইটের সেবা এপ্রিলের ২৯ তারিখ শেষ হয়ে যাবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “আমরা আশা করছি, পাবজি লাইট ভক্তদের আনন্দের সঙ্গেই নিরাপদ থাকতে সহযোগিতা করেছে।” মহামারীর প্রাথমিক সময়ে যে গেইমগুলো জনপ্রিয় হয়ে উঠেছে, তার মধ্যে পাবজি লাইট অন্যতম। আয়ের দিক থেকে ২০২০ সালের সমীক্ষায় বিশ্বে এক নম্বরে থেকেছে পাবজি। পরিসংখ্যান অনুযায়ী শুধু ২০২০ সালেই প্রায় ২.৬ বিলিয়ন রেভিনিউ অর্জন করেছে পাবজি।
২০১৯ সালে গেইমটি বাজারে আসে এবং স্বল্পদামী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও কম সক্ষমতার পিসি ব্যবহারকারীদের উচ্চক্ষমতার গ্রাফিক্স কার্ড ছাড়াই গেইমটি খেলার সুযোগ করে দেয়। মূল পাবজি থেকে একেবারেই আলাদা হিসেবে এসেছিল পাবজি লাইট। নির্মাতা প্রতিষ্ঠানটি বেটা সংস্করণ আনার সময় জানিয়েছিল,বিনামূল্যের সংস্করণটির জন্য পুরো আলাদা ডেভেলপার দল থাকবে, যারা মূল গেইমের মতোই ম্যাপ এবং অন্যান্য ফিচার আনতে কাজ করবে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment