সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে অবশেষে স্মার্টফোন বিজনেস থেকে সরে আসার ঘোষণা দেয় ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট এলজি। দীর্ঘদিন ধরেই ক্রমাগত লোকসানের মুখে পড়ে অবশেষে এলজি কর্তৃপক্ষ নিজেদের স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে শুরু হওয়া লোকসান থেকে এলজি স্মার্টফোন বিভাগ আর কাটিয়ে উঠতে পারেনি। যার ফলে ২০২০ সালে এলজি মোবাইলের এই ক্ষতির পরিমাণ এসে দাঁড়ায় ৭৫১ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে, জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, গত ছয় বছরে তাদের ৪.৫ বিলিয়ন ডলার লোকসান হয়েছে। এই লোকসানের কারণগুলো নিয়ে তারা তখন অনুসন্ধানের ঘোষণা দিয়েছিল। কোন কোন বিভাগ বা কার্যক্রমের কারণে এতো বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে, সেগুলো তারা সনাক্ত করেছে। এরই প্রেক্ষিতে তারা স্মার্টফোনের বাজার থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলে রাখি, এলজির পাঁচটি বিভাগের মধ্যে স্মার্টফোন বিভাগ তুলনামূলক সবচেয়ে বড়।
এর আগে নিজেদের স্মার্টফোন ডিভিশন বিক্রি করার ব্যাপারে গুগল, ফেসবুক ছাড়াও গাড়ি নির্মাতা কোম্পানি ভক্সওয়াগন এর সাথেও আলোচনা করেছিল এলজি। কিন্তু কারো সাথেই বনিবনা না হওয়াতে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এলজি। এখন থেকে তারা এলজির অন্যান্য লাভজনক খাত যেমন স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ এর দিকে মনোযোগ দিবে। এলজি কর্তৃপক্ষ জানিয়েছে স্মার্টফোন ব্যবসা থেকে সরে এলেও তাদের যেসকল ডিভাইস এখনো অ্যাক্টিভ রয়েছে তা নিয়মিত সফটওয়্যার আপডেট পাবে।
তবে সদ্য ঘোষণা দেয়া রোলেবল স্মার্টফোনের ভবিষ্যত কি তা এখনো নিশ্চিত করে বলার সুযোগ নেই। এলজি জানিয়েছিলো, ২০২১ সালের শেষদিকে বাজারে আসতে পারে বিশ্বের প্রথম কমার্শিয়াল রোলেবল এই স্মার্টফোনটি। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের হিসেব অনুযায়ী, গত বছর এলজি সরবরাহ করেছে ২৮ মিলিয়ন হ্যান্ডসেট, যেখানে স্যামসাংয়ের সরবরাহের পরিমাণ ২৫৬ মিলিয়ন।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment