কিছুদিন আগেই চীনা টেক জায়ান্ট শাওমি অ্যানাউন্স করেছিল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Mi Mix Fold এরই ধারাবাহিকতায় গতকাল চীনে প্রথম ফ্ল্যাশ সেলে ফোনটির বিক্রির ঘোষণা করে শাওমি। বরাবরের মতোই এবার Mi Mix Fold এর প্রথম ফ্ল্যাশ সেলেই বাজিমাত করেছে শাওমি। জানা গিয়েছে ফোনটির সেল শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে স্টক আউট হয়ে গিয়েছে। যদিও ঘরোয়া মার্কেটে ফোনটির মারাত্মক চাহিদার পূর্বাভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, মাত্র এক মিনিটে প্রায় ৪০০ মিলিয়ন চাইনিজ ইউয়ান (প্রায় ৫২০ কোটি বাংলাদেশী টাকা) সমমূল্যের Mi Mix Fold বিক্রি করেছে শাওমি। যা কোম্পানির এখন পর্যন্ত কম সময়ে সর্বাধিক আয়ের রেকর্ড। বলা হচ্ছে প্রথম ফ্ল্যাশ সেলে প্রায় ৩০ হাজার ইউনিট Mi Mix Fold ডিভাইজ বিক্রি করেছে শাওমি। সহজ গাণিতিক ভাষায় বললে, শাওমি এক মিনিটে ৩০ থেকে ৪০ হাজার বা প্রতি সেকেন্ডে পাঁচ শতাধিক ফোল্ডেবল ফোন বিক্রি করেছে।
শাওমির লেটেস্ট Mi Mix Fold ডিভাইজটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৪,১২৩ টাকা) ও ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১,২৫,৫৩৭ টাকা)। এছাড়াও Kevlar Texture এর সাথে ফোনটির ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজের আরও একটি ভ্যারিয়েন্ট আছে। যার দাম ১২,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৪৮,৩৬৪ টাকা)।
এছাড়া Mi Mix Fold এর প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই রয়েছে ১০৮+ ৮+১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএইচ ব্যাটারি। তাছাড়া এতে ৮.১ ইঞ্চি প্রাইমারি (কোণাকুণি) ইন-ফোল্ডিং WQHD+ রেজোলিউশনের (২৪৮০x১৮৬০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। বাইরের দিকে ৬.৫২ ইঞ্চি ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৮৪০x২৫২০ রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment