২০২০ সালে অ্যাপলের প্রথম ডেস্কটপ চিপসেট M1 বাজারে আসার পর থেকেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একরকম নিজস্ব চিপসেট তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যার প্রভাব পড়েছে স্মার্টফোন বিশ্বেও। গুগল তাদের ক্রোমবুক লাইনআপের ল্যাপটপ এবং পিক্সেল স্মার্টফোনের জন্য কাস্টম চিপসেট ব্যবহার করতে চলেছে – গতবছরের অন্যতম হট টপিক ছিলো এটাই। তাছাড়া অনেক আগেই গুঞ্জন উঠেছিল যে, গুগলের জন্য এই উৎপাদন করতে চলেছে কোরীয় টেক জায়ান্ট স্যামসাং।
তবে এবার 9to5Google এর রিপোর্ট থেকে জানা গিয়েছে, পিক্সেল স্মার্টফোন লাইনআপের আপকামিং স্মার্টফোন Google Pixel 6-এ ব্যবহার করা হতে পারে গুগলের নিজস্ব কাস্টম চিপসেট। একটি পোস্টে 9to5Google জানায়, GS101 কোডনেমের এই চিপসেটটি গুগলের পরবর্তী পিক্সেল স্মার্টফোনে ব্যবহার করা হবে। তদের মতে GS এর অর্থ হলো Google Silicon। GS101 কোডনেমের এই চিপসেটের নাম আপাতত দেওয়া হয়েছে Whitechapel।
৫ ন্যানোমিটারে তৈরি হওয়া এই গুগলের আসন্ন এই চিপসেটে থাকবে ২ টি cortex a78 কোর, ২টি cortex a76 কোর এবং ৪টি cortex a55 কোর। খুব সম্ভবত এক্সিনোস চিপসেট এর উপর ভিত্তি করে সেমিকন্ডাক্টরের সিস্টেম লার্জ-স্কেল ইন্টিগ্রেশন (এসএলএসআই) ডিভিশন এই চিপটি তৈরী করবে স্যামসাং। এসবের পাশাপাশি এতে আরও থাকবে স্যামসাং এর আইএসপি, এআই ইঞ্জিন এবং পিক্সেল ভিজ্যুয়াল কোর। গুগলের আসন্ন চিপসেট এর স্পেসিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে পারফরম্যান্স অনুযায়ী কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮৮৮ এর বদলে স্ন্যাপড্রাগন ৭৮০ এর প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে এটি।
যদিও গুগলের নিজস্ব চিপসেট বাজারে আনার মূল লক্ষ্য হলো গ্রাহকদের দীর্ঘমেয়াদি আপডেট দেয়া। অ্যাপল নিজস্ব চিপসেট ব্যবহার করে বলেই আইওএস-এ ব্যবহারকারীরাদের ৫ বছরের সিস্টেম আপডেট নিশ্চিত করতে পারে তারা। সম্প্রতি স্যামসাং ও তাদের ফ্ল্যাগশিপ ব্যবহারকারীদের ৪ বছরের আপডেট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে । ধারণা করা হচ্ছে, গুগলও এবার একই পথ অনুসরণ করে পিক্সেল ডিভাইজে কাস্টম চিপসেট ব্যবহারের উদ্যোগ নিয়েছে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment