এইতো কিছুদিন আগেই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল রিয়ালমির লেটেস্ট দুটি স্মার্টফোন Realme 8 ও Realme C25 এরই ধারাবাহিকতায় দেশের বাজারে এবার আরেকটি এন্ট্রি-লেভেলের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে রিয়ালমি। ইতোমধ্যেই Realme C20A মডেলের আপকামিং এই স্মার্টফোনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিজ করা শুরু করে দিয়েছে কোম্পানি। অন্যদিকে অফিসিয়াল লঞ্চের আগেই ইতোমধ্যে অনলাইনে লিক হয়েছে Realme C20A এর রিটেইল বক্স সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্পেসিফিকেশন।


সম্প্রতি টুইটারে আপকামিং Realme C20A এর রিটেইল বক্স এর ছবি লিক করেছেন @Farhanabir1212 (ফারহান আবির)। চাঁদপুরের একটি রিটেইল স্টোর থেকে ছবি দুটি সংগ্রহ করেছেন @SHabib2018 (মোহাম্মদ হাবিব)। Realme C20A এর বক্সের লিক হওয়া ছবিতে হাইলাইট করা হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার্স। ছবিতে দেখা যাচ্ছে, এতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ রেজ্যুলেশন) এলসিডি ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে মিনি-ড্রপ নচ।
Realme C20A ডিভাইজটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও জি৮৫ প্রসেসর। লিক হওয়া ছবিতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে দেখা গিয়েছে ফোনটি। লিক হওয়া তথ্য অনুসারে, এতে আরও থাকছে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল ব্যাটারী ব্যাকআপ। Realme C20A এর স্পেক্স দেখে ধারণা করা হচ্ছে এটি মূলত গত জানুয়ারিতে লঞ্চ হওয়া Realme C20 এর রিব্র্যান্ডেড ভার্সন হয়েছে বাংলাদেশে অভিষেক ঘটাতে যাচ্ছে।
এছাড়া Realme C20A এর লিক হওয়া রিটেইল বক্সে উল্লেখ করা হয়েছে যে, ফোনটি সম্পূর্ণ বাংলাদেশে অ্যালেম্বল করা হয়েছে। আগামী ১৩’ই মে দেশে বাজারে লঞ্চ করা হতে পারেন রিয়ালমির নতুন এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনটি। বিশিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে বাংলাদেশে Realme C20A এর দাম হতে পারে ৮,৯৯০ টাকা।
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment