চীনভিত্তিক সোস্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটক ও উইচ্যাট বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এক নির্বাহী আদেশে ওই নিষেধাজ্ঞা তুলে নিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এটি অবশ্য আগেই আদালতের নির্দেশনায় স্থগিত অবস্থায় ছিল। এবার পাকাপাকিভাবে নিষিদ্ধ হওয়ার হাত থেকে রেহাই পেল প্রতিষ্ঠান দুটি। বাইডেনের নির্বাহী আদেশে অবশ্য পুরোপুরি মুক্তি মেলেনি টিকটক ও উইচ্যাটের।
প্রতিষ্ঠান দুটির ব্যাপারে তদন্ত অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নতুন এক নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই নির্দেশনায় টিকটক ও উইচ্যাটের ব্যাপারে নিরাপত্তা রিভিউ করতে বলা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক লেনদেন বিষয়ে পৃথক সরকারি প্যানেলের পর্যালোচনার সম্মুখীন হবে টিকটক। বাইডেনের নির্বাহী আদেশ নিয়ে এখনো মন্তব্য করতে দেখা যায়নি টিকটক ও উইচ্যাটকে। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ কোটিরও বেশি।
এছাড়া অন্তত ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারী বিভিন্ন সেবা, গেমস ও আর্থিক লেনদেনের জন্য উইচ্যাট ব্যবহার করে আসছিল। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে চীন। গতকাল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গাও ফেঙ্গ জানান, যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প প্রথম দুটি নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন গত ২০ আগস্ট। ওই সময়ে বলা হয়েছিল, টিকটক চীন সরকারকে মার্কিন ব্যবহারকারীদের উপাত্ত দিয়ে দিচ্ছে।
বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে ভুলবেন না। আমরা অনুপ্রাণিত হব
যেকোনো সমস্যা হলে গ্ৰুপে পোস্ট করলে অথবা পেজে মেসেজ দিলে সমাধান পেয়ে যাবেন 🔥🌺♥️🍀🌷
আমার সাথে যোগাযোগ করার জন্য,
Post a Comment